হবিগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ২২
প্রকাশিত হয়েছে : ৬ ফেব্রুয়ারি ২০১৫, ১১:০৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
হবিগঞ্জের ৯টি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনগত রাত ১২টা থেকে আজ ৬ ফেব্রুয়ারি শুক্রবার ভোর ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (হবিগঞ্জ সদর) মাসুদুর রহমান মনির জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৭ জন ও নিয়মিত মামলার ৫ আসামি রয়েছে।