কমলগঞ্জে আগুনে ঝলসে গৃহবধূর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৬ ফেব্রুয়ারি ২০১৫, ১০:৫৭ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের আধকানি গ্রামে আগুনে ঝলসে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৭ টায় রান্নাঘরের চুলা থেকে শরীরের গরম কাপড়ে আগুন লেগে সারা শরীর ঝলসে যায় এবং হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আধকানি গ্রামের ইসলাম আলীর স্ত্রী করিফুলন্নেছা (২০) রান্নার সময় চুলার আগুন গায়ের সুয়েটার ও পরে মাথার টুপিতে লেগে যায় দ্রুত সারা শরীর ঝলসে যায়। বাড়ির লোকজন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার সহপরিদর্শক (এসআই) মো. জাহিদ জানান, থানার এসআই আনোয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে নিয়ে গেছেন।