এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
প্রকাশিত হয়েছে : ৬ ফেব্রুয়ারি ২০১৫, ৯:৩৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
দু’দফা পিছিয়ে যাওয়ার পর অবশেষে ২০ দলের অবিরাম অবরোধের মধ্যেই কড়া নিরাপত্তায় আজ শুক্রবার দেশজুড়ে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ হচ্ছে বাংলা প্রথমপত্রের পরীক্ষা।
পরীক্ষাটি গত সোমবার হওয়ার কথা ছিল। জুমার দিন হওয়ায় আজ সকাল ৯টায় পরীক্ষা শুরু হয়। শেষ হবে দুপুর ১২টায়। দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে আজকের এ পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ পরীক্ষার্থী। সারাদেশের পরীক্ষা কেন্দ্রগুলোর নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩২৬ প্লাটুন সদস্য মোতায়েন থাকবে।
রাজনৈতিক অস্থিরতা ও অবরোধের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সারাদেশের পরীক্ষার্থী আর অভিভাবকরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। পরীক্ষা শুরুর মাত্র ২০ ঘণ্টা আগে বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে চট্টগ্রামের ষোলশহর এলাকায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ভবন লক্ষ্য করে বাইরে থেকে দুটি হাতবোমা ছোড়া হয়। হাতবোমা দুটি ভবনের সামনের অংশে বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হননি।
এ অবস্থায় সারাদেশের সব পরীক্ষা কেন্দ্র এবং শিক্ষা বোর্ডগুলোর পাশাপাশি পরীক্ষার্থী, পরীক্ষায় দায়িত্বরত শিক্ষক ও কর্মকর্তাদের নিরাপত্তা দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রশ্ন ও উত্তরপত্র আনা-নেওয়ায় থাকছে ‘বিশেষ স্কোয়াড’। অভিভাবকের বেশে কেন্দ্রে আসা সন্দেহজনক যে কোনো ব্যক্তিকে দেহ তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। একইসঙ্গে প্রশ্নপত্র ফাঁস রোধে সারাদেশের সব কোচিং সেন্টার ও ফটোকপির দোকানগুলোতে কঠোর নজরদারি করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংসদ সদস্যদেরও নিজ নিজ নির্বাচনী এলাকায় থেকে পরীক্ষা অনুষ্ঠানে সর্বোচ্চ সহায়তা দেওয়ার জন্য বলা হয়েছে। বিএনপির একটি সূত্র অবশ্য বলছে, রোববার থেকে টানা কয়েক দিনের হরতাল ডাকার চিন্তা রয়েছে জোটের।
২ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও হরতালের কারণে চার দিন পিছিয়ে আজ শুরু হয় এ পরীক্ষা।
অবরোধের মধ্যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠানের প্রস্তুতি বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সন্তানের নিরাপত্তা নিয়ে মা-বাবা যতটুকু উদ্বিগ্ন আমরাও ঠিক ততটাই। যারা এ পরিস্থিতির জন্য দায়ী তাদের সবাই বয়কট করবেন। তিনি বলেন, ইতিমধ্যে পুলিশ, র্যাব ও বিজিবি থেকেও আশ্বস্ত করা হয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে তারা সহায়তা করবেন। সচেতন থাকতে হবে পাড়া-মহল্লাবাসীকেও।
সারাদেশে ৩ হাজার ১১৬টি কেন্দ্রে ২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানে আজ পরীক্ষা হচ্ছে। বিদেশে আট কেন্দ্রে পরীক্ষা হবে।
প্রশ্ন ও উত্তরপত্র আনা-নেওয়ায় বিশেষ স্কোয়াড
এসএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজধানীসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রশ্ন ও উত্তরপত্র কেন্দ্র থেকে আনা-নেওয়ার জন্য থাকবে পুলিশ-র্যাব ও বিজিবির ‘বিশেষ স্কোয়াড’। বিভিন্ন কেন্দ্রের আশপাশে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষার নিরাপত্তার প্রস্তুতি ও করণীয় নিয়ে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়ে। ওই বৈঠক থেকে পরীক্ষার্থীদের নিরাপত্তায় মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পরীক্ষার কেন্দ্র, আশপাশের সড়ক ও অলিগলিতে বৃহস্পতিবার থেকে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। অভিভাবকদের মধ্যে কারও আচরণ সন্দেহজনক হলে তার দেহ তল্লাশি করার সিদ্ধান্ত হয়েছে।বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ জানান, পরীক্ষার্থীদের নিরাপত্তায় পুলিশ, র্যাবের পাশাপাশি বিজিবি মাঠে রয়েছে।