জুড়ীতে পাইপগান উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৫ ফেব্রুয়ারি ২০১৫, ৮:১৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পুর্ব জুড়ী ইউনিয়নের জামকান্দিবাজার সংলগ্ন এলাকার একটি বাঁশবাগান থেকে গতকাল ৪ ফেব্রুয়ারি বুধবার রাতে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপ গান উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জুড়ী উপজেলার ফুলতলা ক্যাম্পের ৫২ ব্যাটালিয়ানের বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জামকান্দিবাজার এলাকা থেকে পাইপগানটি উদ্ধার করা হয়। অপর একটি সূত্র জানায় জামায়াত শিবির অধ্যুষিত ফুলতলা এলাকায় সহিংসতা ঘটাতে এ অস্ত্রটি এনে বাঁশবাগানে সহিংসতা সৃষ্টিকারীরা রাখতে পারে।
ফুলতলা ক্যাম্পের আইএনটি সালাহউদ্দিন অস্ত্র উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান অস্ত্রটি জুড়ী থানায় সোপর্দ করা হবে।