টাওয়ার হ্যামলেটের কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন কুলাউড়ার সাবিনা আক্তার
প্রকাশিত হয়েছে : ৫ ফেব্রুয়ারি ২০১৫, ৫:৩৩ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটের লেবার পার্টি থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন কুলাউড়া উপজেলার বরমচালের ডা. সাবিনা আক্তার।
আগামী মে মাসে অনুষ্ঠেয় টাওয়ার হ্যামলেটের নির্বাচনে তিনি ভোটযুদ্ধে অংশগ্রহনের জন্য লেবার পার্টি থেকে মনোনীত হয়েছেন।
ডা. সাবিনা বরমচালের যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট বাম নেতা ফারুক আহমদ সুন্দর মিয়ার কন্যা। তার পরিবার ও স্বজনরা দেশ ও প্রবাসীদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
টাওয়ার হ্যামলেটের লেবার পার্টি থেকে কাউন্সিলর পদে মনোনয়ন লাভের পর এক প্রতিক্রিয়ায় ডা. সাবিনা আক্তার বলেন, তিনি কাউন্সিলর নির্বাচিত হয়ে কুলাউড়া তথা দেশের মানুষের জন্য এবং ব্রিটেনের বাঙালি কমিউনিটির জন্য নিরলস কাজ করে যাবেন।