কমলগঞ্জে যুবক খুন
প্রকাশিত হয়েছে : ৪ ফেব্রুয়ারি ২০১৫, ৭:৪৭ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালারায়বিল এলাকায় দায়ের আঘাতে এক যুবক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় কারারায়বিল এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ভাবে জানা যায়, ইসলামপুর ইউনিয়নের উত্তর কানাইদাসী গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে স্থানীয় বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিন (১৭) একই গ্রামের আনসর আলীর ছেলে সাব্বির মিয়া (১৬) ও ননাই মিয়ার ছেলে সাহেল (১৩) রাজমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে কথাকাটাকাটির এক পর্যায়ে সাব্বির সাহেলকে দা দিয়ে কোপ দিতে চাইলে জসিম উদ্দিন তাকে বাঁচানোর চেষ্টা করে। এ সময়ে সাব্বিরের দায়ের কোপ জসিমের মাথায় লাগলে সে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে।
সাথে সাথেই তার সাথে থাকা যুবকরা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
স্থানীয় এলাকাবাসী জানান, ইতিপূর্বে সাব্বির সাহেলকে অপহরণ করে ঢাকায় নিয়ে গিয়েছিল। আবারও ঢাকায় নেয়ার চেষ্টা করলে কথাকাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. এনামুল হক বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে এবং তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।