নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রকাশিত হয়েছে : ৪ ফেব্রুয়ারি ২০১৫, ৭:১৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি ডেবনার সেতুর কাছে গতকাল ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় যাত্রীবাহী লেগুনার নিচে চাপা পড়ে অজ্ঞাত পরিচয এক ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে। তিনি মস্তিষ্ক বিকৃত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নবীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী ইমা পরিবহনের গাড়ি নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি ডেবনার সেতুর কাছে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। আশপাশের লোকজন আসার আগেই ঘাতক চালক গাড়ি নিয়ে সটকে পড়ে।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।