জুড়ী উপজেলা চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা— সরব হয়ে উঠেছেন সম্ভাব্য প্রার্থীরা
প্রকাশিত হয়েছে : ৪ ফেব্রুয়ারি ২০১৫, ৬:২৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে।
গত ২৬ জানুয়ারি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখার সিনিয়র সহকারি সচিব লুৎফুন নাহার এর স্বাক্ষরে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রেরিত এক পত্রে জানা যায়, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমএ মুমিত আসুক গত ২২ নভেম্বর ইন্তেকাল করায় উপজেলা পরিষদ আইন ১৯৯৮ [উপজেলা পরিষদ (সংশোধনী) আইন ২০১১ দ্বারা সংশোধিত এর ১৪ (১) (চ) ধারা অনুযায়ী উক্ত পদ শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনে প্রেরিত অনুরূপ এক পত্রে উক্ত পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়।
পদ শূন্য ঘোষণার খবর পেয়ে উপ-নির্বাচনের প্রার্থীতা নিয়ে সরব হয়ে উঠেছেন রাজনৈতিক দলের কর্মী ও সম্ভাব্য প্রার্থীদের সমর্থকরা। কে প্রার্থী হবেন তা নিয়েও চলছে জল্পনা-কল্পনা। সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকের নাম লোক মুখে শোনা যাচ্ছে। এদের মধ্যে রয়েছেন- প্রয়াত চেয়ারম্যানের ভাই হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি এমএ মুয়ীদ ফারুক, বৃটেন প্রবাসী এমএ মুনেম মনু, স্ত্রী গুলশানারা চৌধুরী মিলি, বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব আজির উদ্দিন। বিএনপির গত নির্বাচনের প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিটু, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মইন উদ্দিন মইজন চেয়ারম্যান, পূর্বজুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, লন্ডন প্রবাসী হাজী মাছুম রেজা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান প্রমুখ।
নির্বাচন কমিশন উপ-নির্বাচনের অনুষ্ঠানিকতা শুরু করলেই প্রার্থীদের গতিবিধি স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।