হরতাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বাড়ল
প্রকাশিত হয়েছে : ৩ ফেব্রুয়ারি ২০১৫, ১১:১৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান হরতাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ সকল জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও বরেণ্য বিশিষ্ট নাগরিকবৃন্দের বিরুদ্ধে অব্যাহতভাবে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি চলমান ৭২ ঘণ্টার শান্তিপূর্ণ হরতাল আগামী ৫ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বর্ধিত করা হলো।’
এর আগে গত ৩০ জানুয়ারি শুক্রবার দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি ৭২ ঘণ্টা হরতাল ডাকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। গত রোববার থেকে শুরু হওয়া এ হরতাল আগামীকাল বুধবার সকাল ৬টায় শেষ হওয়ার কথা ছিল।
গত শুক্রবার জোটের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী রবি, সোম ও মঙ্গলবার অর্থাৎ ১ ফেব্রুয়ারি ২০১৫ ভোর ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি ২০১৫ বুধবার ভোর ৬টা পর্যন্ত ২০ দলীয় জোটের উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী ৭২ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালিত হবে।’
গতকাল সোমবার থেকে ২০১৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও ২০ দলীয় জোটের ডাকা হরতালের কারণে তা পিছিয়ে দেওয়া হয়।
হরতাল ঘোষণার আগের দিন বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে ২০ দলীয় জোটের প্রতি অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন।
এ পর্যন্ত হরতাল-অবরোধে সহিংসতায় নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে।