কমলগঞ্জে সিএনজি-অটোরিক্সা চাপায় শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৩ ফেব্রুয়ারি ২০১৫, ৯:০৪ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রানীর বাজারের মাটিয়া মসজিদ এলাকায় সিএনজি-অটোরিক্সা চাপায় ২য় শ্রেণী শিক্ষার্থী তাসমিমা বেগম (৭) মারা যাওয়ার খবর পাওয়া গেছে। আজ ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টার দিকে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী আধঘণ্টা সড়ক অবরোধ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাটিয়া মসজিদ হুমেরজান এলাকার মাসুক মিয়ার শিশু কন্যা দক্ষিণ তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী সিএনজি-অটোরিক্সার চাপায় গুরুতর আহত হয়। গুরুতর আহত তাসমিমা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় আধঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে আদমপুর ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে এসে ক্ষুব্ধ লোকজনকে শান্ত করেন এবং এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেন।
আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া শিশু শিক্ষার্থীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।