কুলাউড়ায় জামায়াত নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৩ ফেব্রুয়ারি ২০১৫, ৬:২৫ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় ব্রাহ্মণবাজার ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডের জামায়াতের সভাপতি দিলদার উদ্দিনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ২ ফেব্রুয়ারি সোমবার রাত দশটার দিকে ব্রাহ্মণবাজার ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি নোয়াগাঁও গ্রামের জমির উদ্দিনের ছেলে মো. দিলদার উদ্দিনকে গ্রেফতার করা হয়।
পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে পূর্বদিক ডটকমকে জানান, তার বিরুদ্ধে পৌরশহরের মিলিপ্লাজার সম্মুখে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা ও তথ্য প্রযুক্তি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।
আদালতের মাধ্যমে তাকে আজ মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়েছে।