শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫ ডিগ্রি সেলসিয়াস!
প্রকাশিত হয়েছে : ২ ফেব্রুয়ারি ২০১৫, ৭:১৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত দুই দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। গতকাল রোববার এ মৌসুমের দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন অর্থ্যাৎ গত সোমবারও দেশের সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬.৪ ডিগ্রি সেলসিয়াস।
চলতি সপ্তাহে এ অঞ্চলে শীতের তীব্রতা আরো বাড়তে পারে বলে শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার মো. হারুনুর রশিদ জানান।
তিনি আরও জানান, ২০১৩ সালের ১০ জানুয়ারি ও ২০০৭ সালের ১৭ জানুয়ারি এবং ১৯৯৫ সালের ৪ জানুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ২০১০, ২০০৮, ২০০৩ ও ১৯৯৭ সালে শ্রীমঙ্গলে ৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল। তিনি আরো জানান, ১৯৬৬ সালের ২৯ ফেব্রুয়ারি ৩.৩ ডিগ্রি এবং ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা এ যাবতকালের বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা।