হরতাল-অবরোধে নাশকতার প্রতিবাদে কুলাউড়া ও কমলগঞ্জে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২ ফেব্রুয়ারি ২০১৫, ৬:৫৭ পূর্বাহ্ণ
এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ অব্যাহত রাখা, পেট্রোলবোমা মেরে মানুষ পোড়ানোর সহিংসতার প্রতিবাদে মৌলভীবাজারে বিভিন্ন উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের প্রতিবেদন—
কুলাউড়া
সারাদেশে পেট্টোল বোমা, সহিংসতা বন্ধ করা ও মানুষের জান মালের নিরাপত্তা এবং রাজনৈতিক সংকট দ্রুত সমাধানের দাবিতে কমিউনিস্ট পার্টি কুলাউড়া উপজেলা শাখা বিভিন্ন গণসংগঠনকে সঙ্গে নিয়ে গতকাল ১ ফেব্রুয়ারি রোববার শহরে বিক্ষোভ মিছিল ও চৌমুহনী চত্বরে মানববন্ধন করেছে।
উপজেলা সিপিবির সাধারন সম্পাদক ইসমাইল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি খন্দকার লুৎফুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিপিবি সভাপতি প্রতাপ সিংহ, সৈয়দ মোশারফ আলী, উদিচী শিল্পি গোষ্টি কুলাউড়া শাখার সভাপতি মাহবুব আলম মাক্কু, সম্পাদক বিপুল চক্রবর্তী, উপজেলা যুব ইউনিয়ন সভাপতি মাহবুব করিম মিন্টু, ছাত্র ইউনিয়ন সভাপতি রান্টু কুমার চন্দ্র, সম্পাদক মো. ফয়জুল হক প্রমুখ।
কমলগঞ্জ
সারাদেশে অব্যাহত হরতাল ও অবরোধ কর্মসূচি দিয়ে নাশকতা সৃষ্টির প্রতিবাদে কমলগঞ্জে উপজেলা ছাত্রলীগের দুই পক্ষ যৌথ ভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে। গতকাল রবিবার বেলা ১২টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনী চত্তরে মানবন্ধন কর্মসূচি পালন করেছে।
সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ কমলগঞ্জ উপজেলা সভাপতি হাবিবুর রহমান (সোহেল), সম্পাদক রমজান আলী ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ এম এ শহীদ সমর্থিত ছাত্রলীগ সভাপতি সানোয়ার হোসেন ও সম্পাদক শাহেদুল আলমের নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলার পৌর আ,লীগের সভাপতি মিফতাউল ইসলাম উপরু, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাদির মিয়া, সাবেক ছাত্র নেতা ও পৌর যুবলীগ সভাপতি জুয়েল আহমদ, আনোয়ার পারভেজ আলাল ও শাহীন আহমদ।
বক্তারা বলেন, ক্ষমতার লোভে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট হরতাল ও অবরোধ কর্মসূচি দিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে জানমালের ক্ষতি সাধন করছে। তারা অরাজকতা সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায় ও আসন্ন ২০১৫ সালের এসএসসি পরীক্ষার সময়ও নাশকতা মূলক কর্মকাণ্ডসহ হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করছে। অবিলম্বে হরতাল ও অবরোধ কর্মসূচি প্রত্যাহার করাসহ সকল প্রকার নাশকতামূলক কর্মকাণ্ড পরিহার করতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের প্রতি আহ্বান জানানো হয় মানববন্ধন কর্মসূচিতে থেকে।