হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রকাশিত হয়েছে : ১ ফেব্রুয়ারি ২০১৫, ১০:৪৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অনু মিয়া (৬০) নামে এক যাত্রী নিহত ও তিন যাত্রী আহত হয়েছেন।
আজ ১ ফেব্রুয়ারি রোববার দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অনু মিয়া হবিগঞ্জ সদর উপজেলার পুরাসুন্দা এলাকার বাসিন্দা। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানা যায়, দুপুরে মাধবপুরগামী একটি অটোরিকশার সঙ্গে সিলেটগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী অনু মিয়া নিহত ও অপর তিন যাত্রী আহত হন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম নিশ্চিত করেছেন।
এ ঘটনায় কাভার্ড ভ্যানটি আটক করেছে পুলিশ।