এসএসসি পরীক্ষার মধ্যেও হরতাল অবরোধ অব্যাহত রাখার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১ ফেব্রুয়ারি ২০১৫, ৭:১২ পূর্বাহ্ণ
শহর প্রতিনিধি ::
বিএনপি, জামায়াত কতৃক হত্যা, সন্ত্রাস এবং পেট্রোলবোমা মেরে মানুষ পোড়ানো, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে হরতাল-অবরোধ অব্যাহত রাখার প্রতিবাদে মৌলভীবাজারে ১৪ দলের উদ্যোগে রুখে দাড়াও জনগণ ব্যানার নিয়ে আজ ১ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১ টার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
এই মানববন্ধন কর্মসূচিতে রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই সময় বক্তারা ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও হরতালের সমালোচনা করে সরকারের প্রতি দাবি তুলেন পেট্রোল বোমায় মানুষ পোড়ানোর মতো ঘটনা সংগঠনকারীদের বিচারের জন্য নতুন আইন প্রণয়ন করে বিচারের ব্যবস্থা করা এবং জোট নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান অবরোধ হরতাল প্রত্যাহর করে দেশ রক্ষা করার।
মৌলভীবাজার শহরের চৌমোহনায় এই মানববন্ধন কর্মসূচি চলার সময় বক্তব্য রাখেন- ১৪ দলের জেলা সমন্বয়ক মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মো. আজিজুর রহমান, সাবেক সংসদ সদস্য বেগম হোসনে আরা ওয়াহিদ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, জাসদ সভাপতি আব্দুল হক, ন্যাপ নেতা নেহারেন্দু হাম চৌধুরী, যুবলীগ সভাপতি ফজলুর রহমান, এমদাদুল হক মিন্টু, হাসান আহমদ রাজা, সঞ্জিত কুমার দেব, সাংবাদিক ফেরদৌস আহমদ, শিক্ষক নেতা আব্দুল বাছিত, মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন , বিএমএ নেতা ডা. শাব্বির আহমদ ও আইনজীবী পার্থ সারথী পাল প্রমুখ।