মিরপুরে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড, ১৩ জনের প্রাণহানী
প্রকাশিত হয়েছে : ১ ফেব্রুয়ারি ২০১৫, ৫:৫৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকার একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে ১৩ জন মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
গতকাল ৩১ জানুয়ারি শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সনি সিনেমা হলের বিপরীতে নাসিম প্লাজা নামের একটি মার্কেটে থাকা ওই প্লাস্টিক কারখানায় আগুন লাগে।
ডিএমপির মিরপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জসিম উদ্দিন জানান, ‘সন্ধ্যার দিকে চার তলা মার্কেটটির দ্বিতীয় তলায় আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই মার্কেটের চতুর্থ তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসসহ উদ্ধারকারী দল কাজ করে যাচ্ছে।’
ধ্বংসাবশেষের ভেতরে দমকল কর্মীরা আরও কোন দেহ আছে কিনা তা খুঁজে দেখছেন।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, আগুন লাগার পরই ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট সেখানে যায়। পরে আরও ৩টি ইউনিট মার্কেটে উদ্দেশে রওয়ানা হয়। প্রায় এক ঘণ্টা পর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।