বিদ্যুৎ সংযোগের পর ইন্টারনেট ও ডিশ সংযোগও বিছিন্ন করা হলো খালেদা জিয়ার কার্যালয়ের
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০১৫, ১১:৩৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর এবার ইন্টারনেট ও ক্যাবল সংযোগ কেটে দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ শনিবার দুপুর থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ের ইন্টারনেট ও ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
এর আগে গত শুক্রবার গভীর রাতে ওই কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।
আজ ৩১ জানুয়ারি শনিবার সকালে শামসুদ্দিন দিদার জানান, শুক্রবার রাত পৌনে ৩টা থেকে কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ নেই।
তিনি জানান, গুলশান থানার এক এসআই এর সঙ্গে ডেসকোর এক লাইনম্যান এসে কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
গুলশান-২ এর ৮৬ নম্বর সড়কের ওই বাড়িতে গত ৩ জানুয়ারি মধ্যরাত থেকে অবস্থান করছেন খালেদা জিয়া।
৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ দাবি করে ওই দিন রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়ে কার্যালয়ে যাওয়ার পর সেখানে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন বিএনপি নেত্রী। এরপর তার কার্যালয়ের সামনে পুলিশ পাহারা ও বালুর ট্রাক বসানো হয়।
গত ৫ জানুয়ারি ‘অবরুদ্ধ’ খালেদা জিয়া গুলশানের কার্যালয় থেকে ৬ জানুয়ারি থেকে সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন।
সপ্তাহ দুয়েক আগে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের সামনে থেকে পুলিশ পাহারা সরিয়ে নেওয়া হয়।
এর আগে বারবার বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে দাবি করা হলেও সরকার তা নাকচ করে দেয়।
ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেন, খালেদা জিয়া অবরুদ্ধ নন। তিনি ইচ্ছা করলে বাসায় ফিরে যেতে পারেন।
গত ২৪ জানুয়ারি খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়। ২৭ জানুয়ারি তার মরদেহ বাংলাদেশে আনা হয়। পরে কোকোর মরদেহ নেওয়া হয় খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে।
এরই মাঝে কয়েক দফা হরতালেরও ঘোষণা দেওয়া হয় বিএনপির পক্ষ থেকে।
সর্বশেষ শুক্রবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রোববার থেকে টানা ৭২ ঘণ্টা হরতালের ডাক দেন। যার পরদিন সোমবার থেকে সারাদেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
হরতালের কর্মসূচি ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর রিজভীকে বারিধারার একটি বাসা থেকে শুক্রবার গভীর রাতে আটক করে র্যাব।
এর আগে ২ ফেব্রুয়ারি সারাদেশে এসএসসি পরীক্ষা শুরুর আগেই অবরোধ প্রত্যাহার না করলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের পানি, বিদ্যুৎ ও গ্যাসের লাইন কেটে দেওয়া হবে বলে শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা মহাসমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।