এসএসসি পরীক্ষার মধ্যেই হরতাল ডাকল বিএনপি-নেতৃত্বাধীন ২০ দলীয় জোট
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০১৫, ১১:২২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
আগামী ১ ফেব্রুয়ারি ভোর ৬ টা থেকে ৪ ফেব্রুয়ারি ভোর ৬ টা পর্যন্ত ঢাকা সহ সারাদেশে ৭২ ঘন্টার সর্বাত্মক হরতাল ডেকেছে বিএনপি-নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই হরতালের ডাক দেয়া হয়।
আগামী ২রা ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে এসএসসি পরীক্ষা শুরু হবার কথা। এই সময়টায় বিরোধীদলের ডাকে চলতে থাকা অবরোধ কর্মসূচি তুলে নেবার জন্য শিক্ষামন্ত্রী সহ অনেকেই আহ্বান জানিয়েছিলেন।
বিএনপির সিনিয়র কয়েকজন নেতা অবরোধ শিথিল করার কথা বিবেচনার আভাসও দিয়েছিলেন অনানুষ্ঠানিকভাবে।
কিন্তু শেষ পর্যন্ত আজ বিএনপির এক বিবৃতিতে অবরোধের পাশাপাশি হরতালের ডাক দেয়া হয়।
এর পর শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ আবারও ১৫ লক্ষ পরীক্ষার্থীর কথা চিন্তা করে হরতাল-অবরোধ প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন।
তবে বিএনপির একজন নেতা বলেছেন, সরকারই তাদেরকে এরকম একটি কর্মসূচি গ্রহণের পথে ঠেলে দিয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন জোটের ওই বিবৃতিতে ‘দেশের বিভিন্নস্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা’, ‘সরকারি এজেন্টদের নাশকতার দায় আন্দোলনকারীদের ওপর চাপানোর’ প্রতিবাদে এবং ‘গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পাওয়ার চলমান আন্দোলনের অংশ হিসেবে’ এই হরতালের ডাক দেয়া হয়।
এর আগে আরেকটি বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অবরোধ প্রত্যাহার করার জন্য শিক্ষামন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করে কর্মসূচি অব্যাহত রাখার কথা ঘোষণা করেন।