বড়লেখায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০১৫, ১০:৫৭ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় মজির উদ্দিন (৫০) নামের এক ইউপি সদস্য ও স্থানীয় আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত অনুমানিক ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর শাহবাজপুর ইউপি’র ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় আ’লীগ নেতা মজির উদ্দিন রাত অনুমানিক ১২টার দিকে শ্রীধরপুর মসজিদের কাছে পৌঁছালে অজ্ঞাত পরিচয়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় মজির উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে। আজ ৩১ জানুয়ারি শনিবার সকালে মজির উদ্দিনের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের গায়ে বেশ ক’টি আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশি অভিযান শুরু হবে।