মাধবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০১৫, ৮:২৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আজ ৩০ জানুয়ারি শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- মাধবপুর পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা চানু মিয়ার স্ত্রী চান বানু (৫৫) ও উপজেলার আদাঐর গ্রামের ইউপি সদস্য সাজিদুর রহমান কনার মেয়ে রিভা আক্তার (২৫)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুহৃদ চাকমা জানান, শুক্রবার ভোরে উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশনের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে চান বানু মারা যান।
তিনি জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানসহ চালককে আটক করা হয়েছে।
এদিকে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন বোস জানান, শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার সাতবর্গ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে রিভা আক্তার মারা যান।