হৃদরোগীদের মেয়াদোত্তীর্ণ রিং পরানোর ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০১৫, ৫:০০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
হাইকোর্ট দেশটির সব হাসপাতালে হৃদরোগে আক্রান্তদের দেহে মেয়াদোত্তীর্ণ রিং পরানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত খবর নজরে নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়।
নিষেধাজ্ঞার পাশাপাশি হাইকোর্ট কারণ দর্শনোর নোটিশও জারি করেছে।
মেয়াদোত্তীর্ণ রিং সরবরাহকারী প্রতিষ্ঠান এবং রোগীর দেহে তা প্রতিস্থাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে আদালত স্বাস্থ্য মন্ত্রণালয়এবং পুলিশের মহাপরিদর্শককে কারণ দর্শাতে বলেছে।
মেয়াদোত্তীর্ণ রিং পরিয়ে হৃদরোগ চিকিৎসার ভয়াবহ চিত্র-এই শিরোনামে গণমাধ্যমে খবর প্রচার হয়।
পরিস্থিতি আসলে কী, সেটা তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্যও আদালত স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে।