রাজনগরে জলবায়ু পরির্তন বিষয়ক সভা
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০১৫, ১২:০৩ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মজিদপুরে একটি বেসরকারি বিদ্যালয়ে জলবায়ু বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে সভায় বক্তারা জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা এবং রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যাপক ব্যবহারে গুরুত্বারোপ করেন।
এসোসিয়েশন ফর সসিও ইকনোমিক প্রগ্রেস (এএসইপি) এর সভাপতি এবং বিদ্যালয় প্রধান শিক্ষক মো. ইলিয়াছের সভাপতিত্বে আলোচনা সভায় ও সম্মাননা অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন মো. ফয়জুর রহমান ও মশাহিদুল আলম।
সভায় প্রধান অতিথি ছিলেন জয়বায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা কর্মী মো. রুহুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষা ও জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা বিষয়ক কর্মী যুক্তরাষ্ট্রের লুইস এলমুই, টবিয়াস টেন, ঢাকা ব্যাংকের মৌলভীবাজার শাখার কর্মকর্তা মুর্শেদ আলম প্রমুখ।