কমলগঞ্জে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০১৫, ২:২৭ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে অবৈধভাবে লাঘাটা নদী থেকে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত নগদ ৫০ হাজার জরিমানা করেছে। আজ ২৮ জানুয়ারি বুধবার সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর এলাকায়।
জানা যায়, গত কয়েকদিন ধরে ইমরান আহমদ নামে এক ব্যক্তি লাঘাটা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে বিক্রি করছেন মর্মে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী কর্মকর্তা বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ এর ক ও খ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বড়চেগ গ্রামের ইমরান আহমেদকে নগদ ৫০ হাজার টাকা জরিমনা করেন। অনাদায়ে ৬ মাসের জেল। পরে অভিযুক্ত ইমরান জরিমানার টাকা প্রদান করলে তাকে ছেড়ে দেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী ঘটনার সত্যতা শিকার করেছেন।