আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা বিধানে পুলিশকে যেকোনো পদক্ষেপ নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০১৫, ২:০৩ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা বিধানে প্রয়োজনে যেকোনো ব্যবস্থা নিতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘বিএনপি দেশ সৃষ্টি করেনি। এজন্য দেশ ও জনগণের প্রতি তাদের কোনো দরদ নেই।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা এদেশ সৃষ্টি করেছি। দেশের জন্য আমাদের দরদ আছে এবং লাখ লাখ শহীদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত মুক্তিযুদ্ধের আদর্শে দেশ গড়ার দায়িত্ব আমাদের।’
প্রধানমন্ত্রী তার তেজগাঁও কার্যালয়ে পুলিশ সপ্তাহ ২০১৫ উপলক্ষে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ভাষণকালে একথা বলেন। খবর বাসসের।
শেখ হাসিনা বলেন, ‘উন্নয়নের দৃষ্টিভঙ্গিতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মৌলিক ব্যবধান রয়েছে। আমরা দেশকে খাদ্যে স্বনির্ভর করতে চাই, কিন্তু এক্ষেত্রে বিএনপি দেশকে পরনির্ভরশীল করতে চায়। আমরা চাই দারিদ্র্য নির্মূল করতে- অথচ বিএনপি চায় দেশকে ভিক্ষুককে পরিণত করতে।’
বিএনপি-জামায়াতের সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতা দমনে দৃঢ় মানসিকতার সঙ্গে কাজ করতে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আজ আপনাদের কাছে আমার একমাত্র প্রত্যাশা হচ্ছে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি- যাতে আমরা দেশের অর্থনীতি নিয়ে এগিয়ে যেতে পারি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার প্রধান হিসেবে আমি আপনাদের অনুমতি দিচ্ছি যে পেট্রোল বোমা ছুঁড়ে মানুষ হত্যাকারী ঘাতকদের বিরুদ্ধে যখন যেখানে যে ব্যবস্থা নেয়া প্রয়োজন তা আপনারা নেবেন।’
শেখ হাসিনা বলেন, ‘বিএনপি চেয়ারম্যান তার সন্তান হারানোর ব্যথা বুঝতে পারছেন। কিন্তু এটা দুভার্গ্য যে তিনি এখনও তার দলের লোকদের পেট্রোলবোমা হামলায় প্রতিদিন স্বজন হারানো মানুষের বেদনা ও আর্তনাদ বুঝতে পারছেন না।’