রাজনগরের সেই বিতর্কিত শিক্ষা কর্মকর্তাকে জগন্নাথপুরে বদলি
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০১৫, ১:১১ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
অবশেষে বিতর্কিত শিক্ষা কর্মকর্তা আনওয়ারুল ইসলামকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বদলি করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক আদেশে মৌলভীবাজারের রাজনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে নিয়োগ আদেশ বাতিল করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নিয়োগ দেয়া হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বালগঞ্জে কর্মস্থলে থাকা অবস্থায় সিলেটের ওসমানীনগরে এক অনুষ্ঠানে সিলেটিদের নিয়ে বিতর্কিত মন্তব্য ও ধর্মীয় অনুভূতি নিয়ে বক্তব্য রাখেন। এনিয়ে বালাগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাকে অপসারণে বিভিন্ন সভা সমাবেশ করেন। শিক্ষকদের আন্দোলনের মুখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক গত ১৯ জানুয়ারি এক আদেশে রাজনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়। বিষয়টি জানাজানি হলে রাজনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। ওই শিক্ষা কর্মকর্তাকে রাজনগর উপজেলায় স্বপদে যোগদান থেকে বিরত এবং প্রত্যাহার করার দাবিতে শিক্ষকরা মানববন্ধন করেন।
গত২৬ জানুয়ারি সোমবার শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম রাজনগর উপজেলায় যোগদান করতে এলে শিক্ষকদের বাঁধার মুখে পড়েন। উপজেলা পরিষদের প্রধান ফটকে এলে শিক্ষকরা তাকে পরিষদ ও কার্যালয়ে প্রবেশ করতে দেননি। বিক্ষুব্ধ শিক্ষকদের কোপের মুখে তিনি ফিরে যান।
অবশেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. সুলতান মিয়া স্বাক্ষরিত এক পত্রে (স্মারক নং- প্রাশিঅ/৭-এ/১৯প্রাই(প্রশা)/২০০৬/অংশ-১/১৩) রাজনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে নিয়োগের আদেশ বাতিল করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়।