ব্যাংকের মাধ্যমে আইপিও আবেদনের সুযোগ আর থাকছে না
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০১৫, ৮:৩১ পূর্বাহ্ণ
অর্থ-বাণিজ্য ডেস্ক ::
পুঁজিবাজারে ব্যাংকের মাধ্যমে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) জন্য আবেদনের সুযোগ আর থাকছে না। আগামী ১ এপ্রিল থেকে শুধু ডিপি তথা ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে আবেদন করা যাবে।
গতকাল ২৭ জানুয়ারি মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় আইপিওর আবেদন পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে ব্যাংকের মাধ্যমে আইপিও আবেদন করার সুযোগ থাকবে না।
বিএসইসির এই সিদ্ধান্তের ফলে বিনিয়োগকারীদের আইপিও আবেদনের জন্য ব্যাংকের শাখাগুলোতে লম্বা লাইনে দাঁড়িয়ে আবেদন করতে হবে না। ব্রোকারেজ হাউজের মাধ্যমে আইপিওর জন্য আবেদন করতে হবে।
বর্তমানে নির্ধারিত ব্যাংক ও ডিপির যে কোনো একটিতে আইপিওর আবেদন ও টাকা জমা দেওয়া যায়। ডিপির মাধ্যমে আবেদনের বিষয়টি অবশ্য পাইলট প্রকল্পের আওতায় চলছে। এটিই আগামী মাস থেকে বাধ্যতামূলক করা হচ্ছে।
গত ২৮ অক্টোবর হামিদ ফেব্রিকসের আইপিওর মাধ্যমে নতুন প্রক্রিয়ার পাইলট প্রজেক্ট শুরু হয়। সব প্রক্রিয়া চূড়ান্ত হওয়ায় আগামী এপ্রিল মাস থেকে সিকিউরিটিজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে নতুন প্রক্রিয়ায় আইপিওর আবেদন জমা নেওয়া হবে।
এর আগে বিএসইসি নতুন প্রক্রিয়ায় আইপিও আবেদন গ্রহণেচ্ছুদের এবং যেসব হাউজের সফটওয়্যার হালনাগাদ আছে তাদের মাধ্যমে আবেদন জমা নেওয়ার সিদ্ধান্ত নেয়।
নতুন পদ্ধতিতে পরীক্ষামূলক কর্মসূচি চালুর জন্য গত ১৯ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশনকে (বিএমবিএ) চিঠি দেয় বিএসইসি।
পরে এসব স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করে নতুন পদ্ধতিতে আইপিওর আবেদন জমা নেওয়ার কিছু নির্দেশনা দেয় বিএসইসি।
ওই নির্দেশনার অলোকেই সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় গতকাল মঙ্গলবারের সভায় চূড়ান্তভাবে নতুন প্রক্রিয়ায় আইপিও আবেদন জমা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।