জুড়ীতে বসত-বাড়িতে অগ্নিকাণ্ড, ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০১৫, ৭:৪১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের উত্তর ভবানীপুর মোকামটিলার ইটখলা গ্রামে দুটি বসত-বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল ২৭ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৫টার দিকে ইটখলা গ্রামের তছলিম মিয়ার বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এসময় তছলিম মিয়ার পাশের বাড়ির আব্দুল গফুরের একটি ঘরে আগুন লাগে।
আগুনে তছলিম মিয়া বাড়ি সম্পূর্ণরূপে ও আব্দুল গফুরের বাড়ি আংশিক পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে কুলাউড়া ও বড়লেখা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রেণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে আসবাবপত্র, ধান, নগদ টাকা, মূল্যবান কাগজপত্রসহ দুইটি বাড়ির অন্তত ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামিদুর রহমান সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।