বায়তুল মোকাররমে জানাজার পর বনানী কবরস্থানে কোকোকে দাফন
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০১৫, ২:৫৪ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দাফন সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় রাজধানীর বনানী কবরস্থানে কোকোকে সমাহিত করা হয়।
দাফনের সময় কবরস্থানে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, কোকোর মামা শামীম এস্কান্দার, শ্বশুড় সিনিয়র নেতা ও আত্মীয়রা।
এর আগে বিকেল ৫টা ১২ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কোকোর জানাজা।
গত শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে আরাফাত রহমান কোকো মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মারা যান। স্ত্রী ও দুই কন্যা নিয়ে প্রায় ছয় বছর ধরে তিনি সেখানে অবস্থান করছিলেন।
আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কোকোর মরদেহ শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, মেজর (অব) হাফিজউদ্দিন আহমেদসহ সিনিয়র নেতারা মরদেহ গ্রহণ করেন।
বিমানবন্দর থেকে আরাফাত রহমান কোকোর মরদেহ নেয়া হয় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। মৃত্যুর তিন দিন সেখানেই প্রথমবার মৃত সন্তানের মুখ দেখেন মা খালেদা জিয়া।
অশ্রুসিক্ত নয়নে খালেদা জিয়া শেষবিদায় জানানোর পর আরাফাত রহমান কোকোর মরদেহ নেয়া হয় বায়তুল মোকাররমে।
এদিকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর মৃত্যুতে সোমবার থেকে তিন দিনের শোক পালন করছে বিএনপি। এই তিন দিন দেশের বিভিন্ন মসজিদে কোরআনখানী ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে বলে জানিয়েছে বিএনপি।
এছাড়াও মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বিএনপির উদ্যোগে কোকোর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।