বড়লেখায় জামায়াত নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০১৫, ২:৩৪ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় গত ২১ জানুয়ারি বুধবার রাতে উপজেলার রতুলি বাজার এলাকার কুমারপাড়ায় সিএনজি অটোরিকশা পুড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় জামায়াত নেতা মুজাহীদুল ইসলাম (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আকবর হোসেন ও এসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশ ২৬ জানুয়ারি রাতে সুজানগর থেকে তাকে গ্রেফতার করে।
মুজাহীদুল ইসলাম সুজানগর ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মুজাহীদুল ইসলাম জামায়াতের রাজনীতির সাথে জড়িত। তিনি জামায়াতের রুকন।