কমলগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজিবির সচেতনতামূলক সভা
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০১৫, ১:০৬ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে সীমান্তে এলাকায় চোরাচালান, মাদক রোধ, নারী ও শিশু পাচারসহ আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে গণসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গলস্থ ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি) এর আয়োজনে আজ ২৭ জানুয়ারি মঙ্গলবার বেলা ১২ টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ৪৬ বর্ডার গার্ড এর উপ অধিনায়ক মেজর জোবায়ের আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ, কমলগঞ্জ ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এনামুল হক, মুক্তিযোদ্ধা কামান্ডার আব্দুল মুনিম তরফদার, ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া, পুষ্প কুমার কানু, সোলেমান আহমদ, কমলগঞ্জ পৌরসভার প্যানেল মেয়ার-১ আনোয়ার হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ ওয়াহিদ রুলু প্রমুখ।
সভায় প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।