দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০১৫, ১১:৪৮ পূর্বাহ্ণ
দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মাদরাসার শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে এক আলোচনা সভা করেছে মাদরাসার পরীক্ষার্থীরা। গত ২৬ জানুয়ারি সোমবার মাদরাসা মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।
মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা শামছুল ইসলামের সভাপতিত্বে ও দাখিল পরীক্ষার্থী ওলিউল নিজামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন সাবেক উপাধ্যক্ষ আকমল আলী। বক্তব্য রাখেন প্রভাষক মাওলানা এমএ আলীম, মাওলানা মুহিবুর রহমান, গভর্নিং বডির সদস্য করম আলী। এছাড়া উপস্থিত ছিলেন, সদর উপজেলা তালামীযের সভাপতি হাফিজ রুহুল আমীন, মাদরাসা শাখার সহ সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক আফছার ইবনে রহিম প্রমুখ।
দাখিল পরীক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মনসুর আহমদ, মুস্তাফিজুর রহমান শিমুল, তপন, জুনেদ, সোহাগ, মুজাক্কির, শাহনাজ প্রমুখ।