সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের সুরমা ছাত্রাবাস বন্ধের সিদ্ধান্ত
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০১৫, ৬:৫৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের প্রিন্সিপাল সুশান্ত কুমার বসুর বাসা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এলাকার লোকজন আজ ২৭ জানুয়ারি বুধবার বৃহত্তর পরিসরে বৈঠকে বসবেন। একের পর এক ঘটনায় ইন্সটিটিউটের সুরমা ছাত্রাবাস বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানিয়েছেন, এ ঘটনায় এজাহার পাওয়া গেছে। তবে সেটি এখনো মামলা হিসেবে রেকর্ড হয়নি।
সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট সূত্রে জানা গেছে, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ গতকাল ২৬ জানুয়ারি সোমবার বেলা ১১টায় ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে প্রিন্সিপালের বাসা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বৈঠকে সুরমা ছাত্রাবাস বন্ধ করে দেয়ার ব্যাপারে আলোচনা হয়। দীর্ঘ আলোচনার পর তারা প্রতিষ্ঠান ও এলাকার শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তার স্বার্থে সুরমা ছাত্রাবাস বন্ধের ব্যাপারে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন।
প্রিন্সিপালের বাসা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সদ্য পাশকৃত রাসেল, আকিব, অপু, রাজীবসহ তাদের সহযোগীদের অভিযুক্ত করে দক্ষিণ সুরমা থানায় এজাহার দেয়া হলেও গতরাত ১০টা পর্যন্ত এজাহারকে মামলা হিসেবে রেকর্ড করেনি পুলিশ।
এদিকে এ ঘটনার সঠিক বিচার না হলে ঘটনার শিকার প্রিন্সিপাল সুশান্ত কুমার বসু নিজের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসীদের বিচার না হলে স্বেচ্ছায় পদত্যাগের বিষয়টি তিনি ভেবে দেখবেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, ঘটনার পর আমরা সেখানে ছুটে যাই। এজাহারকে মামলা হিসেবে রেকর্ডের প্রক্রিয়া চলছে। হামলাকারীদের গ্রেফতারের জন্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।