কুলাউড়ায় সেচ্ছাসেবক দলের নেতার গাড়িতে অগ্নিসংযোগ
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০১৫, ৬:১১ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়ায় একটি প্রাইভেট কারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ ২৭ জানুয়ারি মঙ্গলবার ভোরে পৌর শহরের ভূমি অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের ২ নং ওয়ার্ডের ভূমি অফিস এলাকার উপজেলা সেচ্চাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত সবুজের প্রাভেট কার (নং-ঢাকা মেট্রো গ-৩৭-৪৫১১) তার নিজ বাসার গ্যারেজে আজ মঙ্গলবার ভোরে কে বা কারা গাড়িতে পেট্রোল ছিটিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পার্শ্ববর্তী পুকুর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণ করে।
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানের ঘটনাস্থল পরির্দশন করেছেন।