রাজনগরে তোপের মুখে যোগদান না করেই ফিরে গেলেন প্রাথমিক শিক্ষা অফিসার
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০১৫, ১২:৫২ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
সিলেটের বালাগঞ্জে বিতর্কিত শিক্ষা কর্মকর্তা শিক্ষকদের তোপের মুখে রাজনগরে যোগদান না করেই ফিরে যেতে বাধ্য হয়েছেন। সোমবার উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে বিক্ষুব্ধ শিক্ষকরা তাকে ফিরিয়ে দেন।
অধিদফতরের মহাপরিচালক গত ১৯ জানুয়ারি এক আদেশে রাজনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে বালাগঞ্জ থেকে রাজনগরে বদলী করেন মো. আনোয়ারুল ইসলামকে। এর আগে তিনি সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। নানা বিতর্কিত কর্মকান্ডের জন্য বালাগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাকে অপসারণে বিভিন্ন সভা সমাবেশ করেন। আজ সোমবার ২৫ জানুয়ারি রাজনগরে তার নতুন কর্মস্থলে যোগদান করার কথা ছিল। কিন্তু রাজনগর উপজেলার শিক্ষকরা এই বিতর্কিত শিক্ষা অফিসারকে প্রত্যাহারের দাবিতে গত ২০ জানুয়ারি মানববন্ধন করেন। শিক্ষকদের আপত্তির পরও যোগদানে অনঢ় থাকেন বিতর্কিত শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম। শিক্ষকরাও প্রতিরোধের ডাক দিয়ে রোববার থেকে রাজনগর উপজেলার প্রধান ফটকে অবস্থান নেন। সোমবার বিকেলে তিনি রাজনগর উপজেলা পরিষদে প্রবেশের মুখে শিক্ষকদের তোপের মুখে পড়ে নতুন কর্মস্থলে যোগদান না করে ফিরে যেতে হয়।
রাজনগর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক ময়জুল হক জানান, রাজনগরের সকল শিক্ষকরা ঐক্যবদ্ধ, কোন অবস্থাতেই হিন্দু-মুসলিমের সম্প্রীতিতে আঘাতকারী শিক্ষা কর্মকর্তাকে রাজনগরে যোগদান করতে দেওয়া হবে না।#