মৌলভীবাজারে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০১৫, ১১:৪৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের আয়োজনে গরীব অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। মৌলভীবাজারারের বিশিষ্ট ব্যবসায়ী সুমন আহমদের অর্থায়নে আজ ২৬ জানুয়ারি সোমবার দুপুরে আদালত সড়কের কার্যালয় প্রাঙ্গণে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিটের সাধারণ সম্পাদক এম শাহাব উদ্দিন আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কম্বল দাতা সুমন আহমদ, জেলা শিল্পকলার সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক রশিদ উদ্দিন আহমদ, আব্দুল কুদ্দুছ, শাহীন আহমদ চৌধুরী, দেব কান্তি সিংহ চৌধুরী, বিশ্বজিৎ ভট্টাচার্য, শামসুজ্জামান সাগর, আব্দুর রশিদ খান, আব্দুল আহাদ, সুরঞ্জিত চৌধুরী প্রমুখ।