কমলগঞ্জে কৃষি-প্রযুক্তি মেলা উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০১৫, ১১:৩৮ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
আজ ২৬ জানুয়ারি সোমবার দুপুরে কমলগঞ্জে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০১৫ এর শুভ উদ্বোধন হয়েছে। মেলার উদ্বোধন করেন সাংসদ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ। একই সাথে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্থর স্থাপন হয়েছে।
ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রজেক্ট এর আওতায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, জেলা যুবলীগ সভাপতি মো. ফজলুর রহমান প্রমুখ।