সহিংসতা বন্ধে কুলাউড়ায় সুশীল সমাজের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০১৫, ১১:২৬ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
দেশের চলমান সহিংসতা বন্ধে সাধারণ মানুষের জানমালের রক্ষায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের সম্মূখে শিক্ষক,ছাত্র-ছাত্রীসহ সুশীল সমাজের উদ্যোগে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
আজ সোমবার ২৬ জানুয়ারি দুপুরে মানব বন্ধনে বক্তব্য রাখেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের প্রভাষক মাজাহারুল ইসলাম, খালেদ আহমদ, সৈয়দা শাপলা, সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর প্রমুখ।
বক্তরা বলেন, দেশব্যাপী অবরোধের নামে চলছে জ্বালাও-পোড়াওসহ নাশকতা। এতে শিশু থেকে শুরু করে পরীক্ষার্থী কেউ রেহাই পাচ্ছে না। সুস্থ ধারার কোনো মানুষই এ ধরনের অপতৎপরতাকে সমর্থন করে না। জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। এর বিরুদ্ধে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। সহিংসতা নিরসনে দ্রুত আলোচনায় বসতে হবে।
মানব বন্ধনে শিক্ষক, অভিভাবক, সামাজ সেবক, শিক্ষানুরাগীসহ কলেজের শতাধিক শির্ক্ষী অংশগ্রহণ করেন।