বিএনপি নেতা হাজি মুজিব ঢাকায় গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০১৫, ৪:০৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি হাজি মুজিবুর রহমান চৌধুরীকে ঢাকার ডিবি পুলিশ গ্রেফতার করেছে। গত শনিবার গভীর রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
হাজি মুজিবুর রহমানের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরসহ মৌলভীবাজার ও ঢাকায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। তার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়।
হাজী মুজিবের ব্যক্তিগত সচিব দুরুদ আলী তার গ্রেফতার হওয়ার সত্যতা স্বীকার করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মৌলভীবাজার মাসুদ আহমদ হাজি মুজিবকে গ্রেফতার করা হয়েছে বলে শুনেছেন।