মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনা নিহত ২ আহত ৫
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০১৫, ১:০১ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মৌলভীবাজার সদর উপজেলার মোকামবাজার নামক স্থানে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত ও আরো ৫ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
জানা যায়, সিলেট থেকে শ্রীমঙ্গলগামী প্রাইভেট কার ও মৌলভীবাজারমুখি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান আবুল মুনাইম ফাহিম (২২) ও প্রাইভেট কার চালক আব্দুল্লাহ (২৬)। আহতদের মধ্যে আব্দুল কাইয়ুম ও শেফালী বেগমের নাম জানা গেছে। আহতরা সব প্রাইভেট কারের যাত্রী বলে জানা গেছে। আহত শেফালী বেগম নিহত ফাহিমের মা। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের বাড়ি শ্রীমঙ্গল শহরের শান্তিবাগ এলাকায়।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে নিহতদের লাশ বের করা হয়েছে। গাড়ি দুটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।