মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির কমিটি অনুমোদন
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০১৫, ১০:৩৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
অবশেষে জেলা জাতীয় পার্টির কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্র। নবগঠিত কমিটিতে সৈয়দ শাহাব উদ্দিন সভাপতি ও সৈয়দ নূরুল হককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্নের প্রায় তিন মাস পর সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করে মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির ১০১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্র। গত ২২ জানুয়ারি বৃহস্পতিবার কেন্দ্রীয় মহাসচিব জিয়া উদ্দিন আহমদ বাবলু অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, গত বছরের ১৬ নভেম্বর মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হলেও জটিলতায় কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়নি। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ হুসাইন মো. এরশাদ। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সমন্বিতভাবে পূর্ণাংগ কমিটি গঠন করার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্র।
নব গঠিত কমিটির সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ নূরুল হক কমিটি অনুমোদনের সত্যতা স্বীকার করেছেন।