সিলেটে ফিলিং স্টেশনে বোতল কিংবা কন্টেইনারে খোলা জ্বালানী তেল বিক্রি না করার সিদ্ধান্ত
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০১৫, ৬:৫৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেট বিভাগের সবকটি ফিলিং স্টেশনে খালি বোতল কিংবা কন্টেইনারে খোলা জ্বালানী তেল বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছেন জ্বালানী তেল সংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠানে। গতকাল ২৪ জানুয়ারি শনিবার এক যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।
এ সংক্রান্ত একটি নির্দেশনা বিভাগের সবকটি পেট্রোল পাম্পে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন-সিলেট বিভাগ সিএনজি ফিলিং স্টেশন এন্ড ওনার্স এসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী। তিনি জানান, বিভিন্ন স্থানে পেট্রোল বোমা হামলা বৃদ্ধির প্রেক্ষিতে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, গতকাল ২৪ জানুয়ারি শনিবার জ্বালানী তেল ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট তিন সংগঠনের এক যৌথ সভায় দেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। নগরীর মিরাবাজারে সিলেট বিভাগ সিএনজি ফিলিং স্টেশন এন্ড ওনার্স অ্যাসোসিয়েশন, পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরি অ্যাসোসিয়েশনের এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।
যৌথ সভায় বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জ্বালানি তেল ও সিএনজি ব্যবসায় মারাত্মক বিপর্যয় নেমে এসেছে। আর্থিক সংকটে পড়েছে পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনগুলো। অনেক পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশন মালিককে পুঁজি ভেঙে চলতে হচ্ছে। এ অবস্থায় ব্যাংক দেনা পরিশোধ অসম্ভব হয়ে পড়েছে। তারা আরো বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জালালাবাদ গ্যাসের মাসিক পাওনা পরিশোধেও বিলম্ব ঘটছে। তারা ব্যাংক ঋণের সুদ ও জালালাবাদ গ্যাসের পাওনা পরিশোধে বিলম্ব ফি মওকুফের দাবি জানান। তারা বলেন, চলমান পরিস্থিতিতে অনেক ফিলিং স্টেশনের কর্মচারীরা পর্যন্ত কর্মস্থলে আসার সাহস পাচ্ছে না। বক্তারা দেশজুড়ে নৈরাজ্য, যানবাহনে অগ্নিসংযোগ ও মানুষ পুড়িয়ে মারার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, দেশের প্রতিটি মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। জ্বালানি তেল ও সিএনজি ফিলিংসহ ব্যবসার সকল ক্ষেত্রে নেমে এসেছে মারাত্মক বিপর্যয়। একটি দেশে এমন অবস্থা কোনভাবেই কারো কাম্য হতে পারে না। তাই সময় নষ্ট না করে আর কোন প্রাণহানির আগেই সকল পক্ষকে দেশ ও দেশবাসীর স্বার্থে আন্তরিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।
সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগ সিএনজি ফিলিং স্টেশন এন্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী। ট্যাংকলরি অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদের পরিচালনায় সভায়অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক প্রমুখ।