নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে কমলগঞ্জে মানবন্ধন
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০১৫, ৫:৩১ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
সারা দেশে চলমান অবরোধ ও সহিংস পরিস্থিতি থেকে দেশ ও জনজীবন রক্ষা, জঙ্গীবাদ নির্মূল ও গণতান্ত্রীক অধিকার রক্ষার দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শহীদ মিনার চত্বরে উদীচি শিল্পীগোষ্ঠী মানববন্ধন কর্মসূচি পালন করে। গতকাল শনিবার ২৪ জানুয়ারি বিকাল ৪টায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
উদীচি শিল্পীগোষ্ঠী উপজেলা শাখার সভাপতি সাইয়্যিদ ফখরুলের সভাপতিত্বে ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহা, প্রভাষক শাহজাহান মানিক, নারীনেত্রী বিলকিস বেগম প্রমুখ।
মানববন্ধনে অংশ গ্রহণকারী বক্তারা বলেন, অবরোধ-হরতালেরর নামে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট সারা দেশে জ্বালাও পোড়াও কর্মসূচি পালন করছে। যানবাহনে পেট্রোল বোমা নিক্ষেপ করে নিরিহ যাত্রীদের বিশেষ করে শিশুদের পুড়িয়ে মারা হচ্ছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে হবে। সময় এসেছে মানুষজন রাস্তায় নেমে এসব সন্ত্রাসীদের প্রতিহত করবে। জনজীবন রক্ষা, জঙ্গীবাদ নির্মূল ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে।