কুলাউড়ায় হুমায়ূন আহমেদের চলচ্চিত্র প্রদর্শনী
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০১৫, ৫:০২ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়ায় পরিবেশবাদী সংগঠন শেড অব নেচারের আয়োজনে নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রনির্মাতা হুমায়ূন আহমদের দেশ ও মুক্তিযুদ্ধভিত্তিক ৩টি চলচ্চিত্র ও সদ্যপ্রয়াত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের স্মরণে তারই নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম বাংলা চলচ্চিত্র ওরা ১১ জন প্রদর্শিত হয়েছে।
গতকাল ২৪ জানুয়ারি সকাল ১১ টায় কুলাউড়া উপজেলা জনমিলন কেন্দ্রে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হুমায়ূন মেলায় দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শেড অব নেচার উপজেলা শাখার সভাপতি রামিম রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদ খান শাওনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, বাংলাদেশ মানবাধিকার কমিশন কুলাউড়া উপজেলা শাখার সভাপতি মো. এনামুল ইসলাম, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া ডিগ্রী কলেজের প্রভাষক মো. জমসেদ খান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শেড অব নেচারের মিডিয়া বিষয়ক সম্পাদক মাহফুজ শাকিল।
দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি মো. আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সহ সভাপতি আলাউদ্দিন কবির, সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম প্রমুখসহ কুলাউড়ার বিভিন্ন স্কুল কলেজের প্রায় ৪ শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।