কুলাউড়ায় শিবিরের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ— গাড়ি ভাঙচুর, পেট্রোলসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০১৫, ৯:৪৩ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়ার উত্তরবাজারে আজ ২৪ জানুয়ারি শনিবার বিকেল তিনটার দিকে জামায়াত শিবিরের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
একটি ট্রাক, একটি পিকআপ ভ্যান, একটি প্রাইভেট কার ও একটি সিএনজি অটোরিক্সা ভাঙচুর করেছে শিবির কর্মীরা। রাস্তায় পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ২ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ২ শিবির কর্মীকে আটক করেছে।
ধাওয়ারমুখে জামায়াতশিবির কর্মীরা পালিয়ে যাওয়ার সময় পেট্রোল ভর্তি একটি কন্টেইনার উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে তিনটার দিকে স্থানীয় পৌর শহরের মিলি প্লাজার সম্মুখে ঘটনাটি ঘটেছে। আটককৃতদের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ বলে জানা গেছে।
কুলাউড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান দুই জন আটক ও ঘটনার সত্যতা স্বীকার করে জানান বড় ধরনের নাশকতা ঘটানোর চেষ্টায় জামায়াতশিবির পেট্রোল ভর্তি কন্টিনারসহ ঝটিকা মিছিল বের করে। পুলিশ তৎপর থাকায় তারা পালিয়ে যায়।