সহিংসতারাধে মৌলভীবাজারে বাম প্রগতিশীলদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০১৫, ৮:২৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সহিংসতার কবল থেকে রাজনীতি, দেশ ও জনজীবন রক্ষার দাবিতে মৌলভীবাজারে যুব ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বাম প্রগতিশীল ছাত্র সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার দুপুরে মৌলভীবাজার শহরের চৌমোহনা এলাকায় উদীচী শিল্পীগোষ্ঠী, প্রগতি লেখক সংঘ, নারীসেল, খেলাঘর আসর ও ছাত্র ইউনিয়নের যৌথ উদ্যোগে ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন হয়।
এ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন শিক্ষাবিদ আব্দুল খালিক, গবেষক মাহফুজুর রহমান, উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড.মকবুল হোসেন, উদীচী জেলা সংসদের সাধারন সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী ইমু, জেলা কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, যুব ইউনিয়ন সভাপতি মাসুক আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে প্রধান দুই দল এই দেশকে আজ মৃত্যুপুরীতে পরিণত করেছে। একদিকে সরকার গণতন্ত্রের পথকে রোধ করছে অন্যদিকে বিরোধী ২০ দলীয় জোট আন্দোলনের নামে নাশকতার পথ বেছে নিয়েছে। এই পরিস্থিতিতে সাধারন মানুষের জীবন আজ বিপন্ন । আগুন দিয়ে মানুষ পুড়ায়ে-পেট্রোল বোমা দিয়ে গাড়ি জ্বালানো সুস্থ রাজনীতির ভাষা হতে পারে না।
তারা এই ধ্বংসাত্বক রাজনীতি বন্ধ, জঙ্গিবাদ নির্মূল ও গণতান্তিক অধিকার রক্ষায় সাধারণ মানুষকে ঐক্য বদ্ধ হওয়ার আহ্বান জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।