হবিগঞ্জে গ্রাম্য সংঘর্ষে ১ বৃদ্ধ নিহত, আহত ১০
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০১৫, ৬:১৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
হবিগঞ্জ সদর উপজেলার উচাইল শংকরপাশা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ফিরোজ মিয়া (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১০ জন।
আজ ২৪ জানুয়ারি শনিবার সকাল ৮টার দিকে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ শুরু হয়।
ফিরোজ মিয়া ওই একই গ্রামের বাসিন্দা।
আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উচাইল শংকরপাশা গ্রামের তাজ মিয়ার গ্রুপ ও ফিরোজ মিয়ার গ্রুপের মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে সকালে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন। এসময় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ফিরোজের মৃত্যু হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।