বিশ্বনাথে শিবির সভাপতিসহ দুই ইউপি সদস্য গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০১৫, ৬:০৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের বিশ্বনাথ পশ্চিম থানা ছাত্রশিবিরের সভাপতি জহির উদ্দিনসহ দুই ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২২ জানুয়ারি বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইউপি সদস্যরা হলেন খাজাঞ্চী ইউপি সদস্য ও বিএনপি নেতা মিছিরুল ইসলাম, বিশ্বনাথ সদর ইউপি সদস্য ও জামায়াত নেতা আব্দুস সোবহান।
গ্রেফতারকৃতদের গতকাল ২৩ জানুয়ারি শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিশ্বনাথ থানা পুলিশ জানায়, বিশ্বনাথ থানা পশ্চিম শিবিরের সভাপতি জহির উদ্দিনের বিরুদ্ধে হত্যা, পুলিশ এসল্ট ও দ্রুত বিচার আইনের মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে। গত বৃহস্পতিবার সিলেট-সুনামগঞ্জ সড়কে লামাকাজী ইউনিয়নের সাহাপুর ব্রিজের উপর একটি ট্রাকে নিক্ষিপ্ত পেট্রোল বোমা হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন জানান, ট্রাকে আগুন দেওয়ার ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে জহির উদ্দিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।