মোটরসাইকেলে সঙ্গী বহন ঠেকাতে বড়লেখায় অভিযান
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০১৫, ৪:৫৯ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
নাশকতা ঠেকাতে মোটরসাইকেলে একজনের বেশি আরোহী বহনে মৌলভীবাজরের বড়লেখায় গতকাল ২৩ জানুয়ারি শুক্রবার থেকে অভিযান শুরু করেছে থানা পুলিশ। গত ২২ জানুয়ারি বৃহস্পতিবার মোটরসাইকেলে সঙ্গী বহনে নিষেধাজ্ঞা দিয়েছে সড়ক বিভাগ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।
অবরোধের মধ্যে মোটরসাইকেল ব্যবহার করে নাশকতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক বিভাগ ও পুলিশ প্রশাসন।
বড়লেখা থানার সেকেন্ড অফিসার কাজী মো. জিয়া উদ্দিন ও এসআই মেহেদী হাসানের নেতৃত্বে গতকাল ২৩ জানুয়ারি শুক্রবার এ অভিযান পরিচালানা করা হয়। অভিযানে শহরের বিভিন্ন সড়কে অনেক মোটরসাইকেল থেকেই সঙ্গীদের নামিয়ে দেয়া হয়েছে।