দক্ষিণ সুরমায় ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০১৫, ১১:৩৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন সিএনজি চালক। গতকাল ২২ জানুয়ারি বৃহস্পতিবার রাত ১১টার দিকে বদিকোনায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি অটোরিক্সা চালকের নাম শাহজাহান (৩০)। তিনি তেতলি উত্তরপাড়ার আক্তার হোসেনের পুত্র।
এ দিকে সিএনজি অটোরিক্সা চালক মৃত্যুর ঘটনায় দু’ধরনের বক্তব্য পাওয়া গেছে। একটি সূত্র জানায়, ট্রাকটিকে দুর্বৃত্তরা আগুন দেয়ার চেষ্টা করে। এ সময় দুর্বৃত্তদের ছোঁড়া আগুন থেকে বাঁচতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। অপর একটি সূত্রে জানা গেছে, সিএনজি অটোরিক্সা চালক শাহজাহান হুমায়ূন রশীদ চত্বর থেকে যাত্রী নিয়ে তেতলি যাচ্ছিলেন। বদিকোনা এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চালক শাহজাহান ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত সিএনজি অটোরিক্সার যাত্রীকে গুরুতর অবস্থায় নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্ষুব্ধ লোকজন ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) রিপন জানান, ঘটনাস্থলে নিহত অটোরিক্সা চালক শাহজাহানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ট্রাকে আগুনের কোন আলামত পাওয়া না গেলেও চালককে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।