মৌলভীবাজারের পানসি রেস্টুরেন্টের ১ লাখ টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০১৫, ১২:০৮ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
অপরিচ্ছন্ন ও খোলামেলা পরিবেশে খাবার পরিবেশনের অপরাধে ভোক্তা অধিকার আইনে মৌলভীবাজার শহরের পানসি রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে আজ ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করেছে সংশ্লিষ্ট রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে ইসরাত।
আজ ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার শহরের চৌমোহনায় অবস্থিত পানসি রেস্টুরেন্ট নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। তাৎক্ষণিক টাকা পরিশোধ করে হোটেল কর্তৃপক্ষ।